চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। শুধু যে সমস্যা থাকে তা নয়; আশার খবরও আছে এ বন্দরে। সম্প্রতি এখানে চালু করা হয়েছে, অ্যাসাইকুডা সার্ভার। যা অনায়াসেই দিবে আমদানি-রপ্তানির নানা তথ্য।
সংশ্লিষ্টরা বলছেন, এই সার্ভারের ফলে স্থলবন্দরের কার্যক্রমে গতি আসবে; কমবে আমলাতান্ত্রিক জটিলতাও। আর এর সুফল পাবেন দুই দেশের ব্যবসায়ীরা।
অ্যাসাইকুইডা ওয়ার্ল্ড, মূলত একটি সফটওয়ার সার্ভার। যা দিয়ে দেশের যেকোন স্থলবন্দর থেকে অন্য বন্দরের পন্য আমদানি রপ্তানির তথ্য জানা সম্ভব। বিশ্বের একশটিরও বেশি দেশে রয়েছে এর ব্যবহার। ২০১৩ সালে এটি প্রথম আসে বাংলাদেশে। চট্টগ্রাম, টেকনাফ, মংলা ও বেনাপোল বন্দরের পর এবছর ২৩ ফেব্রুয়ারি, এটি স্থাপিত হয় চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে।
এ সার্ভার বসানোর ফলে এখানকার ব্যবসায়ীরা পাবেন বাড়তি সুবিধা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা এতে গতি বাড়বে আমদানি রপ্তানি কাজে।
অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সুবিধা চালু হওয়ায় উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। তাদের আশা এতে, কমবে আমলাতান্ত্রিক জটিলতা।
কাস্টমস কর্মকর্তারা জানান, বন্দর কার্যক্রমের আধুনিকায়নের ফলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। ফলে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই উদ্যোগ, তবে ব্যবসায়ীদের সহযোগিতাও চাইলেন তারা।
অ্যাসাইকুডা সফটওয়্যার চালুর মধ্যে দিয়ে পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে যাবে দর্শনা