Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: সংসদে খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাহিদার চেয়ে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেশি রয়েছে। সে কারণে বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই।

বুধবার (৮ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সরকার দলীয় এমপি বেগম শামসুন নাহারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (ইইচআইইএস ২০১৬) অনুসারে দেশের মোট খাদ্যের চাহিদা ২৩৮ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। আর খাদ্যশস্যের উৎপাদন ৩৯১ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে (চলতি বছরের জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত) সরকারি খাদ্যগুদামে ১৫ লাখ ৮৯ হাজার ২৮ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৭৯ হাজার ৭৯ মেট্রিক টন গম মজুত রয়েছে। সবমিলিয়ে মোট ১৯ লাখ ৬৮ হাজার ১০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।

সরকার দলীয় এমপি আলী আজমের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top