রাজধানীর গুলশানে অজ্ঞাত পরিচয় (২৮) এক আদিবাসী নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল ৯টার দিকে গুলশান ১ নম্বরের ১২ নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করা হয়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই নারীর রক্তাক্ত লাশ রাস্তা পাশে পড়ে ছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছ বলেও জানান ওসি সিরাজুল ইসলাম।
Share!