Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘ছেলেরা সহযোগিতা করলে মেয়েরা এগিয়ে যাবে’

ছেলেরা সহযোগিতা করলেই মেয়েরা এগিয়ে যাবে বলে মনে করেন ক্রিকেটার সাথিরা জেসি।  জাতীয় নারী ক্রিকেট দলের এ সদস্য বলেন, ছোটবেলা থেকে বাবা, মা, ভাইয়ের সহযোগিতা পেয়েছিলাম বলেই আজ আমি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এ অবস্থানে পৌঁছতে পেরেছি। এবং স্বামীর পূর্ণ সমর্থন থাকায় আজও জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিতে পারছি।শনিবার (৫ মার্চ) ইডব্লিউএমজিএল’র কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।জেসি বলেন, ছোটবেলায় আমার মেয়েদের জন্য স্বীকৃত খেলাগুলো ভালো লাগতো না। আমি ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতাম। বন্ধুরা আমাকে জেসি ভাইয়া বলে ডাকত। প্রতিবেশীরা নানা কথা বলতেন। কিন্তু আমার পাশে ছিল আমার পরিবার। তাই বিকেএসপিতে ভর্তি হতে পেরেছিলাম। তখন মেয়েদের ক্রিকেট ছিল না। তাই শ্যুটিংয়ে ভর্তি হই। পরে ক্রিকেট চালু হলে সেখানে চলে আমি। আজ আমাকে বিশ্বের অনেকে চেনে। অনেকেই আমাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু এখনি এই সিদ্ধান্ত নিলে আমি হয়ত হারিয়ে যাব। তবে স্বামীর সহযোগিতা থাকায় আমি আমার স্বপ্নের পথে এখনো চলতে পারছি। সে অনুমতি না দিলে আজ হয়ত এ অনুষ্ঠানেও আসতে পারতাম না। তাই মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য ছেলেদের সহযোগিতা খুবই জরুরি।বসুন্ধরা গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর’র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব. মোহাম্মদ আলী শিকদার, অভিনেত্রী নার্গিস আক্তার, গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী প্রমুখ । অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top