প্রশাসনের লোক পরিচয় দিয়ে এক দম্পতিকে তল্লাশির পর স্বামীকে চোখ বেঁধে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করেছে দুর্বৃত্তকারীরা। এই ঘটনায় খুলনায় চারজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো- আড়ংঘাটা থানা এলাকার ইজিবাইক চালক বেলাল মোড়ল (৪৬), দৌলতপুর এলাকার আজিজুর রহমান মিঠু (৪০), বেকারি শ্রমিক দিঘলিয়ার জিহাদ মুন্সি (২৪) ও কলেজছাত্র রাসেল (২২)।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর আড়ংঘাটা বাজার এলাকায় এক নারী স্বামীসহ ঘুরতে যান।
সন্ধ্যার দিকে ওই নারী ও তার স্বামী বাইপাস মোড় থেকে আড়ংঘাটা বাজার যাওয়ার সময় ৪ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে থামায়। তখন তারা ভুক্তভোগী দম্পতিকে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা স্বামীকে চোখ বেঁধে আটকে রেখে ওই নারীকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত তাকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে।
ধর্ষণকারীরা ভুক্তভোগী দম্পতিকে ধর্ষণের ঘটনাটি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তারা গভীর রাতে স্বামী-স্ত্রীকে ফের রাস্তায় ছেড়ে দেয়। এ অবস্থায় ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভয়ে চিকিৎসা না নিয়েই ফিরে আসেন তিনি।
র্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে ধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওসিসিতে ভর্তি করেন। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব খুলনার সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব ৬-এর মুখপাত্র লে. কর্নেল মোশতাক আহমদ জানান, বুধবার (১৪ডিসেম্বর) দিবাগত গভীর রাতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের খুলনার আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। ‘