বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় পাবনার সুজানগরে এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে মুকুল কসাই নামে এক বখাটে ও তার সহযোগীরা। আজ বুধবার ভোরে গুরুতর আহত অবস্থায় কিশোরীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত কিশোরীর বাবা আব্দুল করিম জানান, তিন মাস আগে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় মুকুল কসাইয়ের বাড়ি ভাড়া নেবার পর থেকেই দুই সন্তানের জনক বাড়িওয়ালা বিয়ের জন্য শিলাকে উত্যক্ত করে আসছিল। এর জের ধরে আজ বুধবার কিশোরীর বাবা আব্দুল করিম কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে বখাটে মুকুল কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শিলাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় শিলা চিৎকার করলে তারা চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে বখাটে মুকুল ও অজ্ঞাতনামা চারজনকে আসামী করে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তারা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল’র প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন বলেন, পরিবারটি দরিদ্র হওয়ায় আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে আমরা সার্বিকভাবে চিকিত্সা সেবা দেওয়ার চেষ্টা করছি। কিশোরীর মাথা, ঘাড় ও হাতে গুরুতর জখম হয়েছে। মেয়েটি মানসিকভাবেও বিপর্যয়ের মধ্যে রয়েছে, আমরা তাকে স্বাভাবিক করার চেষ্টা করছি।
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় পাবনায় কিশোরীকে কুপিয়ে জখম
Share!