মুফতী ফুরকান আহমেদ কাশেমী নিউজ ফেযারের সাংবাদিক ও ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েল ফেয়ার কাউন্সিল এর যুগ্ন মাহাসচিব।
ওমরাহ সম্পন্ন করে এসে মুফতী ফুরকান আহমেদ কাশেমী বলেন আমার জীবনের সেরা সফর ওমরাহ।
এছাড়াও বলেন, আমি দ্বিতীয় বারের মত ওমরাহ পালন করেছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ওমরাহ তে গিয়ে তিনি পরিবার ও নিউজ ফেয়ার সাংবাদিক দের প্রতি দোয়া করেছেন। সমগ্র বিশ্বের মুসলিম ভাই বোনদের ওমরাহ পালন করার জন্য দোয়া করেছেন। ওমরাহ সম্পন্ন করে এসে জমজম পানি এনে নিউজ এর সম্পাদক টি.এ.কে আজাদ ও অফিসের অন্যান্য সাংবাদিকদের জমজম পানি পান করিয়েছেন।
Share!