প্রধান বিচারপতি বলেছেন, অবসরের পর বিচাপতিদের রায় লেখা নিয়ে তাঁর বক্তব্য ছিল দেশের স্বার্থেই। সিলেট আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষগ্রহণ কার্যক্রম চালুর অনুষ্ঠানে এ কথা বলেন, তিনি।
এ সময়, প্রধান বিচারপতি অভিযোগ করেন, তাঁর দায়িত্ব নেয়ার পরে থেকেই, বিচারের রায় দেয়ার সময় কমানোসহ মামলাজট কমাতে বেশ কিছু পদেক্ষপ নিলেও, বিভিন্ন মহলের অসহায়তার কারণে অনেক ক্ষেত্রে সফল হতে পারেননি। বরং অনেক ক্ষেত্রে প্রধান বিচারপতিকে হেয় করার চেষ্টা করা হয়েছে। তাই এসব ক্ষেত্রে সরকার, আইনজীবী ও বুদ্ধিজীবীদের সহায়তা চান তিনি। অনুষ্ঠান অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, বিচারপতিসহ বিচার সংশ্লিষ্ট অনেকই উপস্থিত ছিলেন।