Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ছড়িয়ে দিতে কাজ করছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানী নয়; প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ছড়িয়ে দিতে কাজ করছে সরকার।

নিজ কার্যালয়ে ১২৫টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স ফর এডুকেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের ফলে জীবনাযাত্রা যেমন সহজ হচ্ছে, সেই সঙ্গে কমছে দুর্নীতিও। আর এজন্যই ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় সরকার-বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের ১২৫ টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের উদ্বোধন। উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোরিয়ান এক্সিম ব্যাংকের সহায়তায় শুরু হতে যাওয়া এসব সেন্টারে ২০১৭ সাল থেকে বছরে প্রায় ১ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।
তথ্যপ্রযুক্তি বিষয়ে ।

প্রধানমন্ত্রী বলেন, নিত্যনতুন প্রযুক্তি একদিকে যেমন মানুষের জীবনযাত্রা সহজ করছে, সেই সাথে দুর্নীতি দূর করতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

জনগণের আয় বৈষম্য দূর করা সরকারের অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে উন্নয়নের সুফল।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার প্রতিনিধিদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top