সুপার টোয়েসডের বাধা পেরুলেন, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থী বাছাইয়ে, ১১টি রাজ্যের মধ্যে ৭টিতে জয়ী হয়েছেন তারা।
সামনে এগিয়ে যাওয়ার কথা বলছেন হিলারি। আর আমেরিকাকে মহান বানানোর প্রতিশ্রুতি ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট আর রিপাবলিকানদের হয়ে প্রার্থী হওয়ার ইদুর দৌড়ে, এখন সবার ওপরে হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার একসাথে ১১টি রাজ্যে চলে ভোট। তাই দিনটিকে গণমাধ্যম নাম দেয়, সুপার টোয়েস ডে। এতে হিলারি আর ট্রাম্প দুজনই ৭টিতে জয়ী হন।
হিলারির ঝুলিতে গেছে, আলাবামা, জর্জিয়া, টেনেসি, ভার্জিনিয়া, আরকানসাস, টেক্সাস ও ম্যাসাচু-সেটস। দক্ষিণাঞ্চলের এই রাজ্যগুলোতে সংখ্যাগরিষ্ঠ ভোটার কৃষ্ণাঙ্গ। যাদের পুরোপুরি সমর্থন পেয়েছেন, হিলারি।
এমন জয় পেয়ে সমর্থকদের ধন্যবাদ জানান, হিলারি।
ডেমোক্রেট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন বলেন, ‘আমরা যেখানে এসে পৌঁছেছি সেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই। এই যাত্রা অব্যাহত রাখব। কাজ করে যাবো।’
প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স জয় পেয়েছেন ভারমন্ট, ওকলাহোমা, মিনেসোটা আর কলোরাডোতে। এর আগে, তিনি নিউ হ্যাম্পশায়ারে জয় পেলেও; আইওয়া, নেভাডা ও সাউথ ক্যারোলাইনায় জয়ী হন, হিলারি।
এদিকে, প্রার্থী বাছাইয়ে রিপাবলিকান দলে জয়জয়কার ট্রাম্পের। আলাবামা, জর্জিয়া, ম্যাসাচু-সেটস, টেনেসি, ভার্জিনিয়া, আরকানসাস আর ভারমন্টে জয়ী হয়েছেন তিনি। এর আগে, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনাতেও জয় পান এই ধনকুবের।
রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলতে কাজ করবো। হিলারি তার বক্তৃতায় বলেছেন দেশে শ্রমিকের মজুরি কম, সব কিছু খারাপভাবে চলছে। এর পরিত্রাণেও কাজ করবো আমরা।’
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী টেড ক্রজ, নিজ রাজ্য টেক্সাসের বাইরে কেবল জয় পেয়েছেন, ওকলাহোমায়। মার্কো রুবিওর ঝুলিতে গেছে মিনেসোটা। প্রাইমারি নির্বাচনে রুবিওর এটাই প্রথম জয়।
আগামী ৮ নভেম্বর হবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকদের মতে, তাতে নিজ নিজ দলের প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে, হিলারি আর ট্রাম্পের।