Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

টানা পতনে লেনদেন কমেছে শেয়ারবাজারে

বাংলাদেশের শেয়ারবাজারে রোববার (২৩ অক্টোবর) লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ সময় টানা পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, দরপতন হয়েছে ১১৯টির এবং অপরিবর্তিত আছে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২১৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭১৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ১৩১টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top