সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। প্রথম রাউন্ডের শেষ ২ ম্যাচে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বেশ দাপটের সঙ্গে সুপার টুয়েলভে এসেছে আয়ারল্যান্ড। অন্যদিকে নামিবিয়ার কাছে হেরে প্রথম রাউন্ডের শুরুটা ভালো না হলেও পরের দুই ম্যাচে কামব্যাক করেছে দাসুন শানাকার দল। হোবার্টের বেলেরিভ ওভালের মাঠে রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল
শ্রীলঙ্কা একাদশ: আশেন বান্দারা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো