এক এগারোর কুশীলবদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে, বর্তমান সরকারের কর্তা ব্যক্তিদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চ্যালেঞ্জ দেন তিনি। বলেন, গণতন্ত্রের স্বার্থে মতভেদের উর্ধ্বে উঠে কাজ করলে, দেশের বড় দু’দল নিয়ে আগামীতে কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না।
বেশ কিছু দিন ধরেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্র বিন্দুতে আবারো এক এগারো। এবার বিতর্কিত সেই এক এগারো নিয়ে মুখ খুললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, ঐ সময়ের অবৈধ সরকারের হাত ধরেই এখনো ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার।
তৎকালীন এক এগারোর চেয়ে বর্তমান সময়ে দেশে অনৈতিক কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।
ভবিষ্যতে এই ধরণের তৎপরতা ঠেকাতে বড় দুই দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির ভেতরকার সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বেগম জিয়া।
আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে সরকার দেশে নির্বাচন নিয়ে খেলা করছে বলেও মন্তব্য করেন, বিএনপি চেয়ারপারসন।
এর আগে ৫ জানুয়ারীর আগে ও পরে চট্টগ্রামে আন্দোলনের সময় আহত ও নিহতদের পরিবরাকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া অনুদানের টাকা তুলে দেন খালেদা জিয়া।