Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ডিএমপির অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪৭

রাজধানীরতে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট এক হাজার ৯৬৪ পিস ইয়াবা, আট কেজি ৭৬০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২৬ গ্রাম হেরোইন, ১৯০ বোতল ফেনসিডিল ও ৬২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৭টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top