Sunday , 12 January 2025
সংবাদ শিরোনাম

জনগণই সরকারের সবচেয়ে বড় শক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ভয়াবহতা দেখা দিচ্ছে- এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। জনগণই সরকারের সবচেয়ে বড় শক্তি। দেশবাসী সঙ্গে থাকলে করোনার মতো বিশ্বমন্দাও অতিক্রম করতে পারবে বাংলাদেশ।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বক্তব্যকালে এই আশাবাদ ব্যস্ত করেন সরকারপ্রধান।

এ দিন গণভবন থেকে ভার্চ্যুয়ালি শেরেবাংলা নগরের একনেক সম্মেলন কক্ষে যোগ দেন তিনি।

সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, এর মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দেশে করোনা মহামারি মোকাবিলার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেভাবে করোনা মোকাবিলা করেছি, সেই একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে- এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে।

সরকারপ্রধান বলেন, ইতোমধ্যেই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে যেন উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি।

এ সময় প্রতিটি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা যা করণীয় তা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top