বাগমারা প্রতিনিধিঃ ,, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে হতদরিদ্রদের জন্য চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার ঝিকরা ইউনিয়নের এ কার্যক্রম উদ্বোধন করেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। উক্ত বিতরণ অনুষ্টানে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ কর্মসূচির আওতায় ঝিকরা ইউনিয়নের সকল ওয়ার্ডের দরিদ্র পরিবার এর সুফল ভোগ করবেন। ইউনিয়ন পর্যায়ে কার্ড প্রাপ্ত দরিদ্র লোকজন প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন।১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ক্রয় করতে পেরে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।স্বল্প মূল্যে চাল পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরে যাচ্ছে স্বল্প আয়ের মানুষেরা।১৫ টাকা কেজি দরে চাল ক্রয় করতে আসা ঝিকরা ইউনিয়নের আলমগীর হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বাজারে চালের দাম অনেক বেশী কিন্তু বর্তমান দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের অত্যান্ত কম দামে মাত্র ১৫ টাকা কেজি চাল খাওয়ায়ে অনেক উপকার করল। আমি শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাঁকে যেন সুন্দর ভাবে বাঁচিয়ে রেখে আমাদের মত গরীব দুঃখী মানুষের সেবা করতে পারেন।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য, ডিলার এবং স্থানীয় নেতৃবৃন্দ
বাগমারা ঝিকরায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন
Share!