যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক বাহিনী ‘কোণঠাসা’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে রুশ বাহিনীর দখলে থাকা আরও বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেন তিনি। এদিকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহতের ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে মস্কো।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর তাণ্ডব। তবে পাল্টা জবাব দিতে থেমে নেই ইউক্রেনের সেনারাও। রুশ দখলকৃত বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে মরিয়া দেশটির সেনারা।
এরইমধ্যে পূর্বাঞ্চলীয় বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে মস্কোর সেনারা কোণঠাসা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় বলেন, বিভিন্ন এলাকা স্বাধীন করার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে তার সেনারা।
এরমধ্যেই রুশ সীমান্তবর্তী ওসকিল নদী নিয়ন্ত্রণের দাবি করেছে কিয়েভ। এটাকে ইউক্রেনীয় সেনাদের জন্য আরেকটি মাইলস্টোন বলে উল্লেখ করেন জেলেনস্কি। রুশ সেনাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, তাদের সামনে এখন দুটি পথ খোলা। হয় তারা ইউক্রেনের ভূখণ্ড ত্যাগ করবে, নয়তো আত্মসমর্পণ করবে।
জেলেনস্কি আরও বলেন, দ্রুত গতিতে অগ্রসর হওয়া এখন খুব গুরুত্বপূর্ণ। স্বাধীন এলাকাগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাধীনভাবে চলাচল, মুক্ত অঞ্চলগুলোতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা, মিত্রদের কাছ থেকে সমর্থন আদায়ে গতির সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।
এদিকে রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেৎস্কে সোমবার (১৯ সেপ্টেম্বর) বোমা হামলায় শিশুসহ কয়েকজন হতাহতের ঘটনায় ইউক্রেনের দিকে অভিযোগের আঙুল তুলেছে মস্কো। যদিও এ হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।