Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ব্যাংকে এলইডি লাইট ব্যবহারের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকগুলোকে অধিক বিদ্যুৎ খরচ হয় এমন কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের (সিএফএল) পরিবর্তে জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে বলা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতিবছরে কমপক্ষে একবার সার্ভিসিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমনকি জ্বালানি সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজি-সংবলিত রেফ্রিজারেটর ব্যবহারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা আরও বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে সব ব্যাংকে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। আর জ্বালানি খাতে ব্যয় কমাতে ব্যাংকগুলোর সিঁড়ি, করিডর, ওয়েটিং রুমে বিশেষ ধরনের মোশন সেনসরনির্ভর লাইটিং ব্যবহার করতে হবে। পাশাপাশি অফিসের রুফটপে অথবা অফিস প্রাঙ্গণের ফাঁকা জায়গাতে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top