বাগমারা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রণয়নের স্বার্থে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা স্বাধীনতার চেতনায় কাজ করে যাবে মুক্তিযোদ্ধার সন্তান কমিটি। তার ধারাবাহিতায় রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ যোগীপাড়া ইউনিয়ন ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে যোগীপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যোগীপাড়া ইউনিয়নে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার একতারিয়া বাজারস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদের কাউন্সিলের নতুন কমিটি ঘোষনা করা হয়। যোগীপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার জনাব নুর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম উজ্জল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনাব ফখরুর্দ্দীন মুহাম্মদ আগা খাঁন। যোগীপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজিউর রহমান,মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, এ সময় উপস্তিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ নাইমুর রহমান দুর্জয়, মোঃ মহসিন আলী,মোঃ আব্দুল কাদের, মোঃ আঃ খালেক সহ- প্রমুখ উপস্থিত ছিলেন। কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে মোঃ হারুন অর রশিদকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক করে যোগীপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি বাগমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম উজ্জল।
বাগমারা যোগীপাড়া ইউপি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কমিটি গঠন
Share!