Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শোক দিবস উপলক্ষে বাগমারা গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে শোক র‍্যালী ও আলোচনা সভা

রেজাউল করিম নিজস্ব সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এক শোক র‍্যালী গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক থেকে গুনিয়াডাঙ্গা মোড় পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ শেষে গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমিউনিটি ক্লিনিকের সি এইচসিপি ও সদস্য সচিব আঃ হালিম এর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ- সভাপতি ডাঃ এমদাদুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ জালাল মন্ডল । বক্তারা বলেন, ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ড এবং বাংলাদেশের উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচনা করেন। বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে শোককে শক্তিতে রুপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে যার যার কর্তব্য পালন করার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি.র হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। এ সময় উপস্তিত ছিলেন, গুনিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য মোঃ আফজাল মাস্টার, মোঃ এরশাদ আলী, মোঃ শহিদুল ইসলাম, শ্রী উজ্জল সরকার, মোঃ শাহাজান আলী, মোঃ আবুল কালাম, মোঃ স্বাদ আক্কাছ বাবুল, মোঃ দুলাল হোসেন ,মোঃ আরিফ ইসলাম, মোঃ জালাল মোল্লা, মোছাঃ কহিনুর বেগম, প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top