Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাগমারায় দোয়া মাহফিল খাদ্য ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধিঃ ,,দেশরত্ন শেখ হাসিনার অবদান পদ্মা সেতু সম্পর্ণ দৃশ্যমান,, আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী খালিশপুর জোবেদা হোসেন বৃদ্ধাশ্রমে দোয়া মাহফিল খাদ্য ও গাছের চারা বিতরণ অনুষ্টিত হয়। দোয়া মাহফিল শেষে খাদ্য ও গাছের চারা বিতরণ করেন -রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু।
শুক্রবার (২৪ জুন২০২২ ) বাদ জুমা বড়বিহানালী খালিশপুর জোবেদা হোসেন বৃৃৃদ্ধাশ্রমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্টিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য মামনুর রশিদ আল- মামুুন,বাগমারা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আঃ জলিল মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর আকবর আলী, মোঃ আব্দুুুল হামিদ, মোঃ জোনাব আলী, ইউপি সদস্য মোঃ আবু বক্কর সির্দ্দিক, ছাত্রলীগ নেতা মোঃ সাজেদুুু রহমান, প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু বলেন, পদ্মা সেতু আমাদের অর্জন, আমাদের গৌরব এবং এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার জয়লাভ। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটা আমরা অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং আনন্দময় ভাবে করতাম বা করতে পারতাম। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, বিষয়টা এই ভাবে দখেতে পারেন, ‘৭১ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাওয়ার পরে বাংলাদেশের মানুষ আনন্দ করেছে কিন্তু তখন ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিলো। ঠিক একই ভাবে যে মুহুর্তে আমরা খাবার বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করছি তখন আমাদের মনের ভেতরে একটা চাপা কষ্ট রয়ে গেছে। বাংলাদেশের অন্যান্য সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকার মানুষ আজকে বন্যার পানিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে এটা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। তিনি নিজের টাকা দিয়ে বাংলাদেশের মান অক্ষুন্ন রেখেছেন। তিনি সারা পৃথিবীর কাছে প্রমান করেছেন বাংলাদেশ কারও পায়ের উপর ভর করে দাঁড়ায় নাই। বাংলাদেশ নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েয়েছে। তাই জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই, এবং আগামী দিনে যেনো তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায় সেই দোয়া কামনা করি।
বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আঃ জলিল মাষ্টার বলেন, আমাদের সকলের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। এবং এই পদ্মা ব্রীজ আসলে বাংলাদেশের সকল মানুষের সাথে মানুষের একটা সেতুবন্ধন। অনেক কষ্টের যায়গা থেকে আমরা একটা আনন্দের দিকে যাচ্ছি। এই আনন্দটা সুধু যুবলীগ হিসেবে আমার একার না, সকল খেটে খাওয়া মানুষ, রিক্সা ওয়ালা, ভ্যান ওয়ালাসহ সকল সাধারন মানুষের জন্য।
সবার কাছে প্রধানমন্ত্রীর আর্জন, সারা বাংলাদেশের অর্জন, বাঙ্গালি জাতির যে অর্জন, এই মেসেজটা পৌঁছে দিতেই আমরা গাছের চারা বিতরণ করা করছি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top