Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

এখনো টগবগে যুবক, ৭৩ বছরের আওয়ামী লীগ : নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭৩ বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগ টগবগে যুবক। বঙ্গবন্ধুর হাত ধরেই আওয়ামী লীগের ৭৩ বছরের পথচলা। ধারাবাহিকভাবে কল্যাণকর কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন-সার্বভৌম একটি দেশ দিয়েছেন আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য উন্নয়নের আইকনে পরিণত হয়েছেন।

পদ্মা সেতু প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ষড়যন্ত্রকারীরা টেনে ধরতে চেয়েছেন, পারেননি। তার নেতৃত্বে উন্নয়নের বিষয় নিয়ে তৃতীয় বিশ্বের লোকজন গবেষণা করবে; এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অহংকার।

কবি আসলাম সানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, ড. শাহাদাত হোসেন নিপু, কবি বাপ্পী রহমান, কবি আসাদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব সুজন হালদার।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অন্ধকার যুগে চলে গিয়েছিল। বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছিল। সে জায়গা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে কোথায় গেছে; তাবত দুনিয়া সেটি দেখছে। একমাত্র পদ্মা সেতু নিয়ে ৮০ লাখ কন্টেন্ট তৈরি হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ। প্রতিটি সম্মেলনে আওয়ামী লীগ নিজেকে সংস্কার করেছে। সমাজ, দেশ ও জাতির কথা চিন্তা করে আওয়ামী লীগ চলতে পেরেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top