খুব শিগগিরই নতুন কমিটি পাচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণ ও উত্তর এই দুইভাগে ভাগ করে ইতোমধ্যেই কমিটি খসড়া দলের সভানেত্রীর কাছে জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সময় সংবাদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তারা।
নেতারা আরো জানান,কমিটি গঠনের ক্ষেত্রে দলের দুঃসময়ে অবদান রাখা কর্মীদেরই প্রাধান্য দেয়া হয়েছে। তবে দলের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে কমিটির গঠন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের।
সর্বশেষ ২০১২ সালের ২৭শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ঢাকা মহানগরের সর্বশেষ কাউন্সিল। তবে পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। এখনো এক যুগেরও পুরনো কমিটি দিয়ে চলছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
গত বছর ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুইভাগে ভাগ করে খসড়া কমিটি গঠনের জন্য দায়িত্ব দেয়া হয় দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক ও আন্তর্জাতিক সম্পাদক ফারুক খানকে। যাচাই বাছাই করে ইতোমধ্যেই খসড়া কমিটি দলের সভানেত্রীর কাছে জমা দেয়া হয়েছে বলে জানান তারা।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেন, তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা একটি খসড়া তৈরি করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। কিছুদিনের মধ্যেই হয়তো এটি ঘোষণা করা হবে।
দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদন ড. আব্দুর রাজ্জাক জানান, নগরের ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যু কিছুটা হলেও প্রভাব ফেলেছে কমিটি গঠনের ক্ষেত্রে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ জানান, কেন্দ্রীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে।
এরই মধ্যে মহানগরের অধীন সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।