সাতক্ষীরায় দুই ফসলের জমিতে অতিরিক্ত ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে সরিষার চাষ। বীজ রোপণের পর সীমিত সময়ে ফসল তুলতে পারায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।
কৃষি বিভাগ বলছে, খুব সহজেই দুই ফসলের জমিতে তৃতীয় ফসল হিসেবে সরিষা আবাদ সম্ভব।
সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে উচ্চ ফলনশীল সরিষার চাষ করা হয়েছে। মৌমাছিদের গুনগুন শব্দে মুখরিত হচ্ছে সরিষা ক্ষেতের হলুদ জমিন।
পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহারে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আর খরচের তুলনায় দাম ভালো পাওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা।
এদিকে, সরিষা আবাদের মাধ্যমে ২ ফসলি জমিকে ৩ ফসলে রূপান্তর করা সম্ভব বলে জানিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা কাজী আব্দুল মান্নান।
জেলায় এ বছর ৮ হাজার ৯শ’ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় যা দেড় হাজার হেক্টর বেশি বলে জানায় কৃষি বিভাগ।