বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের দীর্ঘ দিনের বিতর্কিত রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুন) সকাল ১১ টার সময় রাস্তার কাজের উদ্বোধন করেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ রফিকুল ইসলাম। উপজেলার ঝিকরা ইউনিয়নের রায়নগর বাজার হইতে রফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকায় গ্রাম বাসী -সহ মরুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া ছাত্র-ছাত্রী সহ- আশপাশের মানুষের ভোগান্তির অন্ত ছিলনা। জনভোগান্তি দূর করতে সড়কটি ইটের সোলিং এর কাজ করা হচ্ছে। ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী মোল্লা, ঝিকরা ইউনিয়নের সচিব মুক্তাদিরুল ইসলাম, মাষ্টার আমিনুল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, পরেশ উল্ল্যা,ইউপি সদস্য আঃ জব্বার চৌরদার, ইউপি সদস্য ইয়াহিয়া আল- মামুন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ- সভাপতি ডাঃ এমদাদুল হক, মিলন সহ- গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝিকরা ইউপির গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কাজের উদ্বোধন করেন।
বাগমারা ঝিকরায় রাস্তার ইটের সোলিং কাজের উদ্বোধন করেন চেয়ারম্যন রফিকুল ইসলাম
Share!