গাজীপুরের টঙ্গীর এরশাদনগর খাঁ পাড়ায় দুটি ‘স’ মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছিল। তবে তৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, সকালে টঙ্গীর এরশাদনগর খাঁ পাড়া এলাকায় আমেনা এন্টারপ্রাইজ নামের একটি ‘স’ মিলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশে আরেকটি ‘স’ মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Share!