ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমিরসহ বিভিন্ন মামলার ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির আলহেরা স্কুলের শিক্ষক মতিয়ার রহমান রয়েছেন। তাকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে আজ শনিবার ভোরে পুলিশ আটক করে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ খবরের সত্যতা নিশ্চত করে জানান, নাশকতা সৃষ্টি ও বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদরে ১২ জন, কালীগঞ্জ উপজেলায় পাঁচজন, শৈলকুপায় তিনজন, কোটচাঁদপুরে একজন ও মহেশপুর উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।