মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই মুক্তিযোদ্ধারা এত সম্মানিত হচ্ছেন। অন্য কোনো সরকার ক্ষমতায় থাকলে তা হতো না৷ তাই শেখ হাসিনা সরকার যেন বারবার ক্ষমতায় আসে সে জন্য বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আজ সোমবার কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এদিন বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী বলেন, তালিকা থেকে বাদ যাওয়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের শিগগিরই তালিকাভুক্ত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদেরও যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাদ দেওয়া হবে। এতে কোনো ধরনের সন্দেহ নেই।
এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পর্যায়ে খোদাই করা তালিকা টাঙানো হবে বলে জানান মন্ত্রী। একই সাথে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাশ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।