কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তিন লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন নৌবাহিনী। এ সময় পাচারে জড়িত ১০ জনকে আটক করে নৌবাহিনী সদস্যরা।
আজ বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের অদূরে ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ইয়াবার চালানটি আটক করা হয়। আটকরা হলেন শাহজালাল, ইলিয়াস, কালামিয়া, মো. রফিক, মো. রহিম, রবিউল ইসলাম, মো. ইব্রহিম, আবু বক্কর, জসিম উদ্দিন, রফিক উদ্দিন।
বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। তবে বোটটি না থেমে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বোটটিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় তিন লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ জনকে উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দ এবং জড়িত ১০ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।