Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬ হাজার মেগাওয়াটে উন্নিত করা হবে।

 

সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের এগারোটি জেলায় ৫১টি উন্নয়নের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার কথা বিবেচনায় রেখে সেবার মান বাড়ানোর ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার। তাই চলমান উন্নয়ন কাজে জনগণের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে সরকারের ধারাবাহিক উন্নয়ন কাজ বাস্তবায়নের অংশ হিসেবে গণভবনে এ অনুষ্ঠান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১১ টি জেলায় ৫১ টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের মৌলিক চাহিদাগুলোর বাস্তবায়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য। আর তাই প্রতিটি নাগরিকের উন্নত জীবনমান নিশ্চিত করতে যথেষ্ট আন্তরিক তার সরকার।

বিদ্যুৎ খাতের উন্নয়নে বর্তমান সরকারের মহাপরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬ হাজার মেগাওয়াটে উন্নিত করা হবে।

সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে আগামিতে দেশের দক্ষিণাঞ্চলকেও এ ধারায় সম্পৃক্ত করা কথা জানান তিনি।

দেশের চলমান উন্নয়ন কাজে সরকারকে সহযোগিতা করতে জনগণেল প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মেখ হাসিনা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top