জাহাঙ্গির আলমঃ প্রতিবারের মত এইবারও ১৫ই এপ্রিল রোজ শুক্রবার ইফতার পার্টি আয়োজন করেছেন নিউজ ফেয়ার গ্রুপের এর চেয়ারম্যান ও সম্পাদক জনাব টি.এ.কে আজাদ।
ইফতার পার্টিতে নিউজ ফেয়ার গ্রুপের সাংবাদিকগণ ও মুগদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্যগণ ও বিভিন্ন সম্মানিত ব্যাক্তিবর্গ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার পার্টিতে টি.এ.কে আজাদ বলেন, মুগদা প্রেস ক্লাবকে অতি দ্রুত সম্প্রসারণ করার লক্ষে সর্বোচ্ছ পরিশ্রম দিয়ে কাজ করে যাবো। তিনি আরো বলেন এই মুগদা প্রেস ক্লাব জনসাধারণের কল্যানে কাজ করে যাবে তাই মুগদা প্রেস ক্লাবকে ব্যাপক ভাবে সম্প্রাসণের জন্যে ক্লাবটির উপদেষ্টা হিসাবে ৫ জন মন্ত্রী ও ৫ জন এম.পি. এবং আইনজীবি রাখার চেষ্টা ছালিয়ে যাবো। নিউজ ফেয়ার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের কাজ হলো দেশের সার্বিক চিত্র তুলে ধরা তাই আপনারা সবসময় সত্য উদগাটনের জন্য সর্বোচ্ছ চেষ্টা দিয়ে কাজ করে যাবেন।
এরপর ইফতারের আগ মূহুর্তে নিউজ ফেয়ারের একজন সাংবাদিক মুনাজাত ও দোয়া করেন।