Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মহেশখালিতে নির্বাচনী হাওয়া

মাত্র দু’দিনের ব্যবধানে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ভোট। তাই নির্বাচনী হাওয়ায় সরগরম, কক্সবাজারের দ্বীপ জনপদ মহেশখালি। এরইমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। চালাচ্ছেন, গণসংযোগও।

আর প্রশাসন বলছে, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থাই নিচ্ছেন তারা।

কক্সবাজারের সাগরবেষ্টিত জনপদ, দ্বীপ উপজেলা মহেশখালী। যেখানে এখন বেশ সরগরম ভোটের হাওয়া।

মহেশখালী পৌরসভায় নির্বাচন ২০ মার্চ। আর ২২ মার্চ ভোট হবে, এই উপজেলার সাতটি ইউনিয়নে। দুটি স্থানীয় সরকার নির্বাচনই হবে দলীয় প্রতীকে। তাই রাজনৈতিক দল ছাড়াও ভোট নিয়ে উৎসাহের কমতি নেই, সাধারণ মানুষের।

১৮ হাজার ভোটারের পৌরসভা, মহেশখালিতে বড় দুই রাজনৈতিক দলই প্রার্থী দিয়েছে। তাই জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। গতবার এখানে মেয়র পদটি পায় আওয়ামীলীগ।

ভোটের হাওয়া লেগেছে ইউনিয়নগুলোতেও। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা নেমেছে পড়েছেন মাঠে। চালাচ্ছেন গণসংযোগ।

কক্সবাজারে অস্ত্রের ঝনঝনানি বেশি মহেশখালিতে। সেখানে অনেকটাই সহজলভ্য দেশীয় নানা ধরনের অস্ত্র। তাই দু’টি নির্বাচন নিয়ে বাড়তি টেনশনে প্রশাসনও। যদিও সব ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা।

মহেশখালি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৭৬ জন প্রার্থী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top