রাজস্ব ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে করিডোরবিহীন গরু আনা-নেয়া হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে। ব্যবসায়ীদের অভিযোগ, বিজিবির যোগসাজশেই চলছে, এই অনিয়ম। কর্তৃপক্ষ বলছে, অভিযোগের প্রমাণ মিললে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত। কদিন আগেও প্রতিদিন প্রায় ২৫০ গরু আসতো এ সীমান্ত দিয়ে। কিন্তু, এখন সে সংখ্যা নেমে এসেছে ২০ থেকে ৫০ এ।
অভিযোগ উঠেছে, বৈধ কাগজ থাকা সত্ত্বেও, সরকারের রাজস্ব ফাকি দিয়ে অর্থের বিনিময়ে ভারত থেকে গরু আনায় সহায়তা করছে বিজিবি। এক্ষেত্রে গরুপ্রতি ২ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে গরু নেয়ার জন্য চাপ দিচ্ছে বিজিবি। ফলে, একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
এদিকে, বিজিবির কথা না মানলে গরু আনতে গিয়ে নানাভাবে হয়রানি ও নির্যাতনের স্বীকার হতে হচ্ছে রাখাল, ব্যবসায়ী ও বিট মালিকদের। অভিযোগ আছে, টাকা আদায়ে সহায়তা করছে স্থানীয় দালাল চক্র।
এনিয়ে প্রশাসনকে গরু ব্যবসায়ীরা লিখিত ও মৌখিক অভিযোগ জানালেও, কাজের কাজ কিছুই হয়নি। তবে, মোবাইলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগের প্রমাণ মিললে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শুল্ক বিভাগের তথ্যমতে, গত ৯ নভেম্বর থেকে চালু হওয়া এ বিট দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার ৭৭৬ টি গরুর করিডোর বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৫৪ লাখ টাকা।