নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিকরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঝিকরা ইউনিয়ন আ,লীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ- সভাপতি ও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বাগমারা উপজেলা আ,লীগের সহ- সভাপতি এ কে এম আফতাব উর্দ্দিন আবুল, ঝিকরা ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভেসর আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রামানিক, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ছালাম প্রামানিক, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন দেওয়ান। এ সময় আরো উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফছার আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ কলিমর্দ্দিন। ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, মোঃ ইয়াহিয়া আল-মামুন, মোঃ আঃ জব্বার চৌরদার, মোঃ মকলেছুর রহমান, মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, গ্রাম পুলিশ সদস্য সহ- প্রমূখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ঝিকরা ইউনিয়নের মুক্তিযোদ্ধার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা ঝিকরায় মহান স্বাধীনতা দিবস পালিত
Share!