Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নির্বাচনকে ভয় পায় বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাদের জ্বালাও পোড়াও রাজনীতি, মানুষ পুড়িয়ে হত্যা করার রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দুইজনই দন্ড প্রাপ্ত আসামী এ কারণে তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। এ জন্য তাদের নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই তাই তারা তাদের দলকেও নির্বাচনমুখী করতে চায় না।

আগামী নির্বাচনে যে তাদের পরাজয় হবে এটা তারা নিশ্চিত। সেই কারণেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পরিস্থিতির সুযোগ নেয়। সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

তিনি বলেন, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে বেশীর ভাগ ব্যবসায়ী বিএনপির সঙ্গে সম্পৃক্ত তারা বিএনপির চক্রান্তের সঙ্গে মিলে অনেক সময় পণ্য মজুদ করে মূল্য বাড়ানোর অপচেষ্টা চালায়। আমাদের সরকার যে সমস্ত অসাধু ব্যবসায়ী এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিডি হলে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামসহ জেলার স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top