নিজস্ব প্রতিবেদক, বাগমারাঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয়, গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়, কুদাপাড়া আহাদিয়া দাখিল মাদ্রাসায় করোনা টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রয়ারী) সকাল ১০ টার সময় ঝিকরা উচ্চ বিদ্যালয়ে হলরুমে এ কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ঝিকরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্তিত ছিলেন ঝিকরা উপ-কমিউনিটি অফিসার ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুল মজিদ এফ পি আই, মোছাঃ ইউরোপা খাতুন এম, ভি, গুনিয়াডাঙ্গা কমিউনিট ক্লিনিকের সি এইচ সিপি মোঃ আব্দুল হালিম, এফ ডব্লিউ এ মোছাঃ হাসনারা খাতুন(পলি), মোছাঃ সেলিনা বিবি এইচ এ, মোছাঃ রাবিয়া বিবি এফ ডব্লিউ এ, মোছাঃ রেখা খাতুন সি এইচসিপি রায়নগ কমিউনিট ক্লিনিক , টিকাদাকারী মোঃ রেফাজ উর্দ্দিন, মোছাঃ মাবিয়া খাতুন সেচ্ছাসেবক মোঃ রিভা খাতুন। এ সময় আরো উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক, ইউনিয়ন আ,লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন, ৫নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সহ- সভাপতি মোঃ এমদাদুল হক,সহ- ঝিকরা ক্যাম্পের পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝিকরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, যারা এখনো কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেননি তাদের সকলকে ঝিকরা ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয়, গুনিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়, কুদাপাড়া আহাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে কোভিড ভ্যাকসিন প্রদান করা হয় ।