Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান সড়কের নামকরন

বাগমারা প্রতিনিধিঃ একাত্তরে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। দেশ স্বাধীনের পরও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বদা রাজপথে অগ্রণী ভুমিকা রেখেছেন তিনি। তার নাম স্মরণে রাখার জন্য রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেগাছিসেনপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান সড়কের নামকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলার মাড়িয়া ইউনিয়নে বলদাপাড়া হতে মদাখালী হাট পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ২২ জানুয়ারী ২০২২ শনিবার বেলা সাড়ে ১১ টায় মাড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারে রাস্তাটির নামফলক উন্মোচন করা হয়েছে। প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে। রাজশাহী বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজশাহী।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র আঃ মালেক মন্ডল, প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ- সভাপতি এ কে এম আফতাব উর্দ্দিন আবুল, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আসলাম আলী আসকান, মাড়িয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক, হামিরকুৎসা ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারমান মোঃআনোয়ার হোসেন, আব্দুল হামিদ ফৌজদার প্রমুখ। রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে লাঘব হবে জনদূর্ভোগ। সামান্য এই রাস্তার কারনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লোকজন চলাচল করছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top