Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারা ঝিকরায় রফিকুল ইসলাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন

বাগমারা ( রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারমান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক -সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম । তাঁর এই বিজয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে এসে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এইদিকে রফিকুল ইসলাম ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম প্রামানিক, ৪নং ওয়ার্ড আ,লীগের সহ- সভাপতি মোঃ সাইদ খাঁ, আ,লীগ নেতা মোঃ সাহার আলী, ৫নং ওয়ার্ডের মোঃ এমদাদুল হক, মোঃ খোদাবক্স প্রামানিক, মোঃ আতাউর রহমান, মোঃ বেলাল হোসেন, মোঃ এরশাদ আলী, উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী উজ্জল কুমার সরকার, ৪নং ওয়ার্ড যুবলীগের -সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ঝিকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম সহ- ঝিকরা ইউনিয়নবাসী।

এক বিবৃতিতে তিনি বলেন, রফিকুল ইসলাম জয়ে জনগনের রায়ের প্রতিফলন ঘটেছে। এই জয়ে সাধারণ মানুষের প্রত্যাশা দিগুন বেড়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন জনগন রায়ের মাধ্যমে রফিকুল ইসলামকে যে দায়িত্ব অর্পন করেছেন তিনি তা যথাযত পালন করবেন।

রফিকুল ইসলাম তার নিকটতম প্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন কে ৩৫৭১ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রফিকুল ইসলাম আনারস মার্কা ভোট পেয়েছেন ৬ হাজার ৯১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘চশমা’ প্রতীক নিয়ে মোঃ ইব্রাহীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট। অপর দিকে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার নৌকা প্রতীক নিয়ে ২৭২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top