Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মনোনয়নপত্র জমা দিতে পারেনি প্রার্থীরা

মো: রোমান হাওলাদার (মুন্সীগঞ্জ) প্রদিনিধি:
সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছয় ধাপের প্রথম পর্বের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার সুত্রপাত। উপজেলার জৈনসার ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ নাজিম উদ্দিন ও ইসলামী আন্দোলনের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর হুমকি ও মার ধরের কারণে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
নির্বাচন শুরু হতে না হতেই সরকার দলীয় এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মারধর, হুমকি ধমকি ও মনোনয়নপত্র ছিনিয়ে নেবার অভিযোগ করেছেন জৈনসার ইউনিয়ন পরিষদের ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী রতন তালুকদার ও বিএনপি চেয়ারম্যান প্রার্থী শেখ নাজিম উদ্দিন। এদিকে দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে বালুচর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবু বক্কর সিদ্দিক এবং বিদ্রোহী প্রার্থী মনির হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থী রতন তালুকদার সাংবাদিকদের বলেন, রবিবার আওয়ামীলীগের প্রার্থী রফিকুল ইসলাম দুদুর লোকজন আমাকে মেরে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। এ কারণে আমি আজ মনোনয়নপত্র জমা দিতে পারিনি।
বাসাইল ইউনিয়ন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরকার মো. সামসুজ্জামান পনির বলেন, শুরুতেই এমন ঘটনায় আমরা সুষ্ঠ নির্বাচন হবে কিনা আশঙ্কায় আছি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করার দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন বলেন, আমাদের বিএনপি’র মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজিম উদ্দিনকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম দুদুর লোকজন তাকে হুমকি ধমকি দিয়ে ভীতি প্রদর্শন করায় তিনি অসুস্থ হয়ে পরেন। এজন্য তিনি মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, নাজিম উদ্দিনকে ভয় দেখিয়েছে এগুলি মিথ্যা কথা। ইসলামী আন্দোলনের প্রার্থীকে যে মারধর করছে এটা আমার জানা নাই।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top