Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রফিকুল ইসলাম ঝিকরা ইউপিতে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে মনোনয়ন পত্র উত্তোলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

দেশে পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পঞ্চম দফায় ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী।

এদিকে আসন্ন ইউপি পরিষদ চেয়ারম্যান নির্বাচন সামনে রেখে ১২নং ঝিকরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক -সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

জানা গেছে, রাজশাহীর বাগমারা ১২নং ঝিকরা ইউপির খেটে খাওয়া কৃষক-শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যাক্তিত্ব, ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ও ৫ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পঞ্চম ধাপে ৭০৭টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

রফিকুল ইসলাম গনমাধ‍্যমকর্মীদের জানান, আমি ১২নংঝিকরা ইউপিকে মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলার লক্ষ‍্যে এবং অত্র-এলাকার সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ও সুবিধা বঞ্চিত দুস্থ দরিদ্র অসহায় মানুষের সেবা করার জন‍্য আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছি।

তিনি বলেন, আমি বাগমারার ১২নং ঝিকরা ইউপির সাধারণ মানুষের সাথে থেকে এলাকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই। এবং ঝিকরা ইউপিকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের নতুন প্রজন্মকে সুশিক্ষায়-শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।
আমি এই অবহেলিত বরেন্দ্র অঞ্চলের ঝিকরা ইউপিকে একটি উন্নত আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে এলাকার আপমোর জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এবং ১২নং ঝিকরা ইউনিয়ন ও ওর্য়াডগুলো মাদক মুক্ত আধুনিক ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তুলব। তাই আমি অত্র ইউনিয়ন ও ওর্য়াডের নবিন- প্রবিনসহ, সর্বশ্রেণি-পেশার জনগণের নিকট দোয়া-আশীর্বাদ প্রার্থনা করছি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top