জামিল আহম্মেদ, নওগাঁ. প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কালী পূজার উৎসবে আতশবাজিতে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশু শ্রী শ্রাবণ চন্দ্র (১০) উপজেলার আধাইপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শ্রী নিশি চন্দ্রের একমাত্র ছেলে। শ্রাবণ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, কালী পূজার আনন্দ-উৎসবে পাড়ার অন্যান্যদের সাথে শ্রাবণ আতশবাজিতে মেতে উঠে। আতশবাজি ফুঠানোর এক পর্যায়ে একটি পটকা ফুটে তার থুতনীর নিচে আঘাত লেগে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষনিক পরিবারের ও স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলেন, সন্ধ্যার পর এলাকার ছেলেরা আনন্দ উৎসব করার সময় একটি পটকা জোরে শ্রাবণের গলায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে গেলে সে মারা যায়। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বদল গাছিতে আতশবাজিতে প্রাণ গেল এক শিশুর।
Share!