Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিএনপি নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা

আওয়ামী লীগ সরকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যা আ স ম হান্নান শাহ। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাসের মুক্তি দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মামাল প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের কয়েকজন উকিল আছেন তারা মামলা দিতে ওস্তাদ। আমরা হয়তো চারজন কোথাও বসে কথা বলছি, উকিলরা বলে দিলেন যে আমরা নাশকতার ছক তৈরি করছি। আওয়ামী লীগের উকিলেরা মামলা সাজাতে জানে। তবে এর পরিণাম খারাপ হবে, সে দিন আর বেশি দূরে নয়।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের নামে সাড়ে ৭ হাজার মামলা ছিলো। কিন্তু সব মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা খালাস পেয়েছেন। অথচ আমাদের নামে এক হাজারও মামলা ছিলা না। বর্তমানে ৫০ হাজার মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। সরকারকে আমরা না হটাতে পারলে মামলা থেকে মুক্তি পাবো না।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি সাহেব যে রায় দিয়েছেন তা সঠিক। এই রায় অনুযায়ী বর্তমান সরকার অবৈধ। অবসরে রায় লেখা সঠিক নয়। আমি একসময় বিএডিসির প্রধান ছিলাম। এখন যদি গাজীপুরের বিএসডিসি কোনো কর্মকর্তাকে রংপুরে বদলি করি তাহলে কেউ মানবে না। সুতরাং ,অবসরে রায় লেখা যায় না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top