ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন।
এস কে টাওয়ার নামের ছয় তলা ভবনের তৃতীয় তলায় বিকেল ৪টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনে কেউ হতাহত হয়নি। গুদামে কোন ধরনের পণ্য ছিল এবং এতে এখন পর্যন্ত কী ধরনের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Share!