জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া ৬০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে তিনটায় শুরু সভা শেষে এই সিদ্ধান্ত হয়। এতে পূর্বের ভাড়া থেকে ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হলো।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী কালের কণ্ঠকে বলেন, ‘৩৫.২৯ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে পেরেছি। আমি অসুস্থ থাকায় সভায় ছিলাম না। তাই বিস্তারিত বলতে পারছি না।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ভাড়া বাড়ানো হয়েছে। যে ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা সেটি ২ টাকা ৩০ পয়সা এবং যেটা প্রতি কিলোমিটার ১ টাকা ৪০ পয়সা ছিল সেটি ২টাকা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আমাদের লিখিত অনুমোদন দিয়ে দিয়েছে। ইতিমধ্যেই আমরা লঞ্চ চালানো শুরু করেছি।