Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারায় বিপ্রকয়া- সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড সোমবার (১ নভেম্বর ২০২১) সকাল ৯ টা থেকে বিপ্রকয়া -সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

এ দিন চকসেউজবাড়ি,বুধুপাড়া, উত্তর সাজুরিয়া, পিরুলীসেনপাড়া তেগাছিসেনপাড়া সহ- এ সব গ্রামে নারী-পুরুষ মাঝে প্রায় ১১৩৪ জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়েছে।

স্মার্ট কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা, ঝিকরা ইউনিয়ন আ,লীগের সহ–সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জেসমিন আরা উজ্জল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দুইবারের -সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন আ,লীগের সহ- সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃখয়রুল আলম শেখ ও -সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন বুলবুল, ৭নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য মোঃ সির্দ্দিকুর রহমান, ঝিকরা ক্যাম্পের পুলিশ সদস্য, আনসার সদস্য, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top