Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

টসে হেরে ব্যাটিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে আজ ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।

দুদলই বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে হেরে। বাবর আজমদের কাছে ভারত হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। অন্যদিকে, নিউজিল্যান্ড হেরেছিল ৫ উইকেটের ব্যবধানে। সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় দরকার দুদলরই।

ভারত-নিউজিল্যান্ড দুদলের একাদশেই আজ এসেছে পরিবর্তন। ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। দলে ঢুকেছেন ইশান কিষান ও শার্দুল ঠাকুর। অন্যদিকে, কিউই দলে টিম সেইফার্টের জায়গায় খেলছেন অ্যাডাম মিলনে।

দুদলের আজকের একাদশ

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ড্যারি মিচেল, কেন উইলিয়ামসন, জেমি নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ইশান কিষান, পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবিন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী,শার্দুল ঠাকুর, মোহাম্মমদ শামি ও জসপ্রিতি বুমরাহ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top