Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিশ্বকাপ শেষ সাকিবের!

হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের। জানা গেছে, তিনি আর দলের সঙ্গে থাকছেন না। দ্রুতই চলে যাচ্ছেন বলে গুঞ্জন । এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কিছু বলেননি। শুধু জানিয়েছেন, সাকিবের ইনজুরির উন্নতি হয়নি। অন্যদিকে সাকিবকে প্রয়োজন দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে। যদি তাকে এখন বিশ্রাম না দেয়া হয় তাহলে সেখানে তাকে পাওয়া আরো ঝুঁকিপূর্ণ হবে। আর সেই কারণেই হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের দুই ম্যাচ আর সাকিবের খেলা হচ্ছে না।

সুদানে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ, রুখে দাঁড়ানোর আহ্বান জনগণকে
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি’র তরফ থেকে এমন কিছু জানানো হয়নি। তবে দলের কয়েকটি সূত্রে জানা গেছে- পাকিস্তান সিরিজের কথা ভেবেই সাকিবকে বিশ্বকাপে আর খেলানো হচ্ছে না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top