বগুড়ার নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মেয়ের বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।
আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রবিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের গ্রামধুমা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
জানা গেছে, উপজেলার কৈগাড়ী মাদরাসায় চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করতো ওই ছাত্রী। কয়েকদিন আগে মাদরাসা ছুটি হওয়ায় গ্রামধুমা গ্রামের বাড়িতে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী। এমতাবস্থায় রবিবার বিকেলে সে বাড়িতে একাই ছিল। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেন তাকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসায় আনোয়ার দ্রুত পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদের বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।