বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ অক্টোবর ২০২১) বিকাল ৩ ঘটিকার সময় ঝিকরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভেসর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক প্রামানিক পরিচালনায়। উক্ত বর্ধিত সভায় উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ ফৌজদার ,ইউনিয়ন আ,লীগের সহ- -সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সহ- -সভাপতি জেসমিন আরা উজ্জল, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম প্রামানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাষ্টার, ইউনিয়ন আ,লীগের সহ- -সভাপতি মোঃ মজিবর রহমান মাষ্টার, ইউনিয়ন আ,লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাষ্টার মাজেউদুর রহমান, ইউনিয়ন আ,লীগ নেতা আজিজুল হক, ইউনিয়ন মহিলা আ,লীগের -সভাপতি মোছাঃ আছিয়া বেগম, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য মোঃ আনিছার রহমান,১নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃ মামনুর রশিদ বাবুল, ২নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক মোঃ রহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, ও -সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ,লীগের -সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্ছু, ৬নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃ সেকেন্দার আলী ও -সাধারণ সম্পাদক সির্দ্দিকুর রহমান,৮নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃ কায়েম ফৌজদার ও -সাধারণ সম্পাদক বাবলুর রহমান, ৭নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃ আতাউর রহমান ও -সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, ৯নং ওয়ার্ড আ,লীগের -সভাপতি মোঃ খয়রুল আলম শেখ -সাধারণ সম্পাদক আকতার হোসেন বুলবুল প্রমুখ। উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য সহ অংগ সহযোগি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী নির্বাচন নৌকার বিজয়ের নির্বাচন। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। রাজনীতি করতে গেলে মতের মিল না হতে পারে। তাই বলে নৌকার বিরোধীতা করা যাবে না। নৌকার বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীকে এখন থেকেই এক হয়ে মাঠে নামতে হবে। যাতে নৌকার বিরোধী শক্তি জয়লাভ করতে না পারে।