বাগমারা প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি বুড়ি মাতা মন্দির দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে রনশিবাড়ি মন্দিরের আয়োজনে চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন রাজশাহী জেলা হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু তপন কুমার, জেলা আ,লীগের সহ- -সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু।
মনোরম দুর্গা প্রতিমা স্থাপন, বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারতি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে রনশিবাড়ি সারর্দীয় দুর্গাপূজা মন্ডপ । প্রতিদিনই অসংখ্য ভক্ত ভীড় জমাচ্ছে পুজামন্ডপে মন্ডপে। দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে সকাল থেকে চলছে পুজা অর্চনা ও অঞ্জলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে খুশি সকলে।
এদিকে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বুধবার ( ১৩ অক্টোবর ২০২১) সকাল ১১ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু তপন কুমার সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাজশাহী জেলা আ,লীগের সহ- -সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু। আরো উপস্তিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের দপ্তর সম্পাদক শ্রী প্রদীপ কুমার সরকার, শ্রী নিমাই সরকার, মোঃ ফেরদৌস রহমান, মোঃ সাজেদুর রহমান সহ- নেতৃবৃন্দ।